বাজারে এল সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপসী ফুডস লিমিটেডের নতুন পণ্য ‘টুটি টুইস্ট’ চুইংগাম
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপসী ফুডস লিমিটেড তাদের নতুন চুইংগাম ‘টুটি টুইস্ট’ বাজারে উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানের কনফেকশনারি সেলস কনফারেন্সে এই চুইংগাম উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ ইমরান উদ্দিন, রূপসী ফুডস কনফেকশনারির পরিচালক আবু জাফর মোহাম্মদ নঈম, এবং উপমহাব্যবস্থাপক (কনফেকশনারি) কাজী মামুনুর রশীদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘টুটি টুইস্ট’ চুইংগামটি ইউরোপীয় প্রযুক্তি, রেসিপি ও উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে, যাতে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে। এতে রয়েছে টুটি ফ্রুটি ফ্লেভার এবং কুলনেসের এক অনন্য মিশ্রণ।
২০২২ সালে যাত্রা শুরু করে সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপসী ফুডস লিমিটেড। তাদের প্রথম পণ্য ছিল জনপ্রিয় জেলি ক্যান্ডি ‘জেলফি’, যা তার সুস্বাদু ফ্লেভারের মাধ্যমে দ্রুতই মানুষের মন জয় করেছিল। এরপর একে একে তারা বাজারে নিয়ে আসে মিন্টি, কফিটপি, ফিল-ও, ক্যারামেলোসহ আরো ৮টি নতুন ব্র্যান্ড। ‘টুটি টুইস্ট’ চুইংগাম নিয়ে এবার আরও এক ধাপ এগিয়ে গেলো রূপসী ফুডস, যা নতুন দিগন্তের সূচনা করেছে।
চিংগামেন্ট গুলো অনেক সুস্বাদু হবে নতুন আরো আটটি ব্র্যান্ড
Chole aslo notun arekta brand test korbo oboshoii