দ্বিতীয় পুত্রের মা হলেন অভিনেত্রী প্রসূন

লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। ২৭ জানুয়ারি তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।

জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রসূন আজাদ তার সন্তানকে জন্ম দিয়েছেন। এই খবর নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রসূন আজাদ প্রথমবার মা হন ২০২২ সালে, সেবারও তাঁর সন্তান ছিল ছেলে। এবার তিনি দ্বিতীয়বার মা হলেন।

দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি নিয়ে প্রসূন বলেন, “প্রথমবার অনেক এক্সাইটমেন্ট ছিল। নতুন মা হয়ে অনেক কিছুই বুঝতে পারিনি, তখন সন্তানকে দেখে কান্না করেছিলাম। কিন্তু এবার সেলফ রেসপেক্ট অনেক বেড়েছে, সন্তানের পাশাপাশি এখন নিজেরও খেয়াল রাখছি।”

এছাড়া, প্রসূন আজাদ ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ে করেন। এরপর থেকে সংসারের প্রতি মনোযোগী হয়েছেন তিনি। শোবিজে তাঁর যাত্রা শুরু ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হিসেবে, তারপর একাধিক নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। তবে কিছু সময় পর অভিনয় থেকে দূরে চলে যান তিনি। সর্বশেষ তাঁকে ‘পদ্মাপুরাণ’ সিনেমায় দেখা গেছে।

5 Replies to “দ্বিতীয় পুত্রের মা হলেন অভিনেত্রী প্রসূন”

Minhajul hossen Tonmoy শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।