লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। ২৭ জানুয়ারি তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।

জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রসূন আজাদ তার সন্তানকে জন্ম দিয়েছেন। এই খবর নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রসূন আজাদ প্রথমবার মা হন ২০২২ সালে, সেবারও তাঁর সন্তান ছিল ছেলে। এবার তিনি দ্বিতীয়বার মা হলেন।
দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি নিয়ে প্রসূন বলেন, “প্রথমবার অনেক এক্সাইটমেন্ট ছিল। নতুন মা হয়ে অনেক কিছুই বুঝতে পারিনি, তখন সন্তানকে দেখে কান্না করেছিলাম। কিন্তু এবার সেলফ রেসপেক্ট অনেক বেড়েছে, সন্তানের পাশাপাশি এখন নিজেরও খেয়াল রাখছি।”
এছাড়া, প্রসূন আজাদ ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ে করেন। এরপর থেকে সংসারের প্রতি মনোযোগী হয়েছেন তিনি। শোবিজে তাঁর যাত্রা শুরু ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হিসেবে, তারপর একাধিক নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। তবে কিছু সময় পর অভিনয় থেকে দূরে চলে যান তিনি। সর্বশেষ তাঁকে ‘পদ্মাপুরাণ’ সিনেমায় দেখা গেছে।

দোয়া করি যেন আপনার পরিবার ভালো থাকবে সারা জীবন সুখে থাকবে
Apni apnar family niya jate shuke thakte paren emon doa roilo
Congratulations 🎉 dowa kroe apnr proibar niye Sukh a thakn
দোয়া করি যেন তাদের পরিবার সুস্থ থাকুক
এটি খুবে সুন্দর একটি পোস্ট, আমরা চাই এরকম আরো সুন্দর থেকে সংবাদ আসুক। এবং আপনাদের জন্য দোয়া করি।