আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং এর সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) প্রথমবারের মতো কৃষক দিবস উদযাপন করছে।
‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
দিনব্যাপী আয়োজনে থাকছে একটি বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রা, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খামার, গবেষণাগার ও উদ্ভাবিত প্রযুক্তি পরিদর্শন এবং সফল কৃষক-কৃষাণীদের সম্মাননা প্রদান।
বাউএকের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের আশপাশের ৩০০ কৃষকের মধ্যে ছয়জন সফল কৃষক-কৃষাণীকে সম্মাননা ও সনদ প্রদান করা হবে। এসব কৃষককে তাদের প্রতিযোগিতামূলক সবজি বাগান এবং বাউএকের সঙ্গে যুক্ত থেকে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি, কৃষকদের মধ্যে উন্নতমানের পাঁচ ধরনের বীজ (ডাঁটাশাক, লালশাক, চালকুমড়া, ঢ্যাঁড়স, মিষ্টিকুমড়া) বিতরণ করা হবে।
এর আগে, ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান বাউএকের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দিন।

এটা খুবই ভালো কথা আমার দেশে প্রধান একটি খাবার হচ্ছে ভাত মাছ । কিন্তু চাল তো হয় কৃষি কাজের জন্য। তাহলে আমরা পালন করতে পারবো। আমাদের কি কি দিবস পালন করা হবে আর্টিসে জানুয়ারি।