পাত্র ঠিক, বিয়ের পিঁড়িতে বসবেন ঋতাভরী

বেশ কিছুদিন ধরে বলিউডের পাড়ায় প্রেমের গল্প শোনা যাচ্ছে ঋতাভরী চক্রবর্তী নিয়ে। দীপাবলির সময় বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে, যখন ঘরোয়া একটি অনুঠানে প্রেমিকের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। এরপর বড়দিনে তার প্রেমিককে টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, আর নতুন বছরও শুরু করেন তার প্রেমিকের সাথে।

এবার জানা গেছে, সেই প্রেমিক সুমিত অরোরার সঙ্গে তিনি বিয়ে করতে যাচ্ছেন। সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর মাসে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ‘ডেস্টিনেশন ওযেিং’ হবে।

ঋতাভরী জানিয়েছেন, তিনি বাঙালি ও পাঞ্জাবি রীতিতে বিয়ে করবেন এবং বিয়ের অনুষ্ঠানটি ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হবে। তবে প্রীতিভোজটি বেশ জমকালো হবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক হিসেবে পরিচিত। এছাড়া, তিনি সোনাক্ষী সিনহার ‘দাহাড়’ এবং মনোজ বাজপেয়ীর ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজেরও সংলাপ লিখেছেন।

২০২৩ সাল থেকে ঋতাভরী প্রায় সব ছবিতে সুমিতের সংলাপের প্রতি মন্তব্য করেছেন এবং তাকে প্রায়শই ‘বেবি’ অথবা ‘তুমি আমার হিরো’ বলে সম্বোধন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমিতের সঙ্গে তার আদুরে ছবি নিয়মিত শেয়ার করেন, যা তাদের উষ্ণ সম্পর্কের প্রমাণ।

ঋতাভরী চক্রবর্তী তার ক্যারিযার ুরু করেছিলেন মডেলিং দিয়ে এবং পরবর্তীতে স্টার জলসার ‘ওগো বধু সুন্দরী’ সিরিয়ালে অভিনয় করে পর্দায় অভিষেক হয়। ২০১৮ সালে তিনি বলিউডের ‘পরী’ সিনেমায় অভিনয় করেছেন।

3 Replies to “পাত্র ঠিক, বিয়ের পিঁড়িতে বসবেন ঋতাভরী”

Minhajul hossen Tonmoy শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।