একদল বিক্ষোভকারী সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের বাইরে রাখার দাবি জানিয়েছেন। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ‘মিরপুর ছাত্রজনতা’ ব্যানারে তারা এই বিক্ষোভ আয়োজন করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কাছে দেওয়া স্মারকলিপিতে তারা সাকিবকে খেলালে ম্যাচের দিন কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেয়।
বিক্ষোভকারীরা জানান, যদি কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হয় বা দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়, তবে এর দায়ভার বিসিবিকে নিতে হবে। সাকিবকে খেলানো না দেওয়ার দাবিতে যখন তারা বিক্ষোভ করছিল, তখন ভেতরে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল অনুশীলন করছিল। উল্লেখ্য, ২১ অক্টোবর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে।
বাংলাদেশ দল বুধবার বিকেলে ঘোষণার পর সাকিবকে আজ রাতে দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে দুবাই থেকে সাকিব জানিয়েছেন, আপাতত দেশে আসছেন না। এই পরিস্থিতিতে শ খানেক ব্যক্তি শেরেবাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে সাকিবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ছিল ‘নো এন্ট্রি সাকিব’, ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাইরে’ ইত্যাদি প্ল্যাকার্ড।
বিক্ষোভের সময় প্রধান গেট বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান নেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের পাঁচ প্রতিনিধি বিসিবি অফিসে স্মারকলিপি দিতে যান। বিসিবির সভাপতি ও প্রধান নির্বাহী বর্তমানে আইসিসি বৈঠকে দুবাইয়ে আছেন, তাই স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসন বিভাগের প্রধান মেজর (অব.) হাসিব।
স্মারকলিপিতে বলা হয়, সাকিবকে খেলতে দিলে দেশদ্রোহী ও দুর্নীতিবাজের পরিচয় দেওয়া হচ্ছে। তারা দ্রুত সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি জানান, না হলে খেলার দিন কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন। তারা ফারুক আহমেদকে সতর্ক করে বলেন, এর ফলে দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হলে এর দায়ভার তাকে নিতে হবে।
দক্ষিণ আফ্রিকা দলের নিরাপত্তা ব্যবস্থা এই ঘটনার পর জোরদার করা হয়েছে, তবে তারা কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি