দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু হওয়া প্রথম টেস্টের জন্য দলের ঘোষণা হয়েছে, যেখানে সাকিব আল হাসানও অন্তর্ভুক্ত আছেন। তবে, সাকিবের ঢাকা আসা নিয়ে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তার ফ্লাইট শিডিউল অনুযায়ী, আজ রাতে ঢাকায় পৌঁছানোর কথা।
যুক্তরাষ্ট্র থেকে ফিরতে আসার পথে সাকিব বর্তমানে দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। তিনি সেখানে পৌঁছানোর পর বাংলাদেশ থেকে জানানো হয়েছে যে, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমান ধরতে না করতে। সরকারি পর্যায় থেকে এই নির্দেশনা এসেছে।
এদিকে, সাকিবের জন্য দুবাইতে অবস্থান করা খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তার ট্রানজিটের সময়ও দীর্ঘ। তিনি গতকাল দুবাই পৌঁছালেও ঢাকায় আসার ফ্লাইটটি আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায়। ফলে, বিকেল পর্যন্ত তাকে সেখানে থাকতে হবেই। কিন্তু নিরাপত্তার কারণে এই নির্দেশনা দেওয়ায় কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সাকিবের বিরুদ্ধে কিছুদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিভিন্ন স্লোগান ও দেয়াল লিখন দেখা যাচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ এবং স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা চলছে
দুবাইয়ে সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেননি। বিসিবির সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে, তবে তারা কিছু জানাতে পারেননি। তবে সূত্রমতে, সাকিবকে দুবাইতেই থাকতে বলা হয়েছে যতক্ষণ না পরবর্তী নির্দেশনা আসে। বিসিবি আশাবাদী, সাকিব নির্ধারিত ফ্লাইটে ঢাকায় পৌঁছাতে পারবেন।
সরকারি পর্যায় থেকে ইতিবাচক বার্তা এসেছে যে সাকিবের নিরাপত্তার বিষয়টি সরকারের তত্ত্বাবধানে থাকবে এবং তার দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সবাইকে আইন সম্মানের আহ্বান জানিয়েছেন।