চট্টগ্রাম নগরের থানকাপড়ের বড় বাজার টেরিবাজারে একটি মার্কেটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে টেরিবাজারের খাজা মার্কেটে আগুন লাগে। ব্যবসায়ীদের মতে, এই মার্কেটটিতে ২০ থেকে ৩০টি গুদাম রয়েছে, যেখানে বিভিন্ন পোশাক বিক্রি করা হয়। রাত ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিভেনি, তবে তা নিয়ন্ত্রণে এসেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে খাজা মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেন, এবং দ্রুত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও, প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুনের খবর পাওয়ার পর আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
রাত ৯টার দিকে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, “মার্কেটটিতে ২০ থেকে ৩০টি গুদাম রয়েছে এবং এই ঈদ মৌসুমে ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। এখনও ধোঁয়া বের হচ্ছে, তবে ফায়ার সার্ভিস কাজ করছে।”