রাজধানীর আশকোনায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠার পর তাকে স্থানীয় জনগণ মারধর করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার রাত ১০টার দিকে দক্ষিণখান থানায় তাকে হস্তান্তর করা হয়, বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, “এক শিক্ষার্থীর সঙ্গে খারাপ কাজের অভিযোগে স্থানীয়রা মাদ্রাসাশিক্ষককে পুলিশের কাছে তুলে দিয়েছেন। আমরা তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি।”
এছাড়া, দক্ষিণখান থানার ওসি আরও জানান, স্থানীয়দের অভিযোগ, ভুক্তভোগীর বক্তব্য এবং অভিযুক্তের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনার একটি ৩৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় শতাধিক মানুষ একটি ভবনের সামনে জড়ো হয়ে একজন ব্যক্তিকে ঘিরে রেখেছেন। সেই ব্যক্তির চারপাশে কয়েকজন তাকে কিল–ঘুষি দিচ্ছেন, এবং ঘটনাটি অনেকেই তাদের মোবাইল ফোনে ভিডিও করছেন।