আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে আজ শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়, এবং প্রথমে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়। এসব ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার মধ্যেই রেল সেবা অ্যাপ এবং ওয়েবসাইটে টিকিট কাটার জন্য ২০ লাখ হিট রেকর্ড হয়েছে। পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের কর্মকর্তারা জানান, সকাল ১০টার মধ্যে বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে যায়।
দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই সময় ২৩টি ট্রেনের ১৭ হাজার ৪৮৪টি টিকিট বিক্রি হবে।
ঈদযাত্রার জন্য বাস টিকিটের চাহিদা বাড়লেও, রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী আগামীকাল ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পরবর্তীতে ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চে ২৭ মার্চের, ১৮ মার্চে ২৮ মার্চের, ১৯ মার্চে ২৯ মার্চের এবং ২০ মার্চে ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে।