দ্বীপের পরিবার কল্যাণকেন্দ্র রূপ নিয়েছে পুলিশ ফাঁড়িতে, চিকিৎসক নেই

উড়িরচরে পরিবার কল্যাণকেন্দ্র পরিণত হয়েছে পুলিশ ফাঁড়িতে, চিকিৎসা সেবা অনিশ্চিত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন উড়িরচরে ২০০২ সালে প্রসূতি ও মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি পরিবার কল্যাণকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। তবে জনবল সংকটের কারণে কেন্দ্রটি কার্যত অকার্যকর হয়ে পড়ে। ২০০৩ সালে সেটি অস্থায়ীভাবে উড়িরচর পুলিশ ফাঁড়ির দখলে চলে যায় এবং সেই থেকে এটি পুলিশ ফাঁড়ি হিসেবেই পরিচিত।

৪০ হাজার মানুষের জন্য নেই কোনো চিকিৎসক

উড়িরচরের প্রায় ৪০ হাজার বাসিন্দার জন্য কোনো চিকিৎসক নেই। স্বাস্থ্য বিভাগ একজন মেডিকেল অফিসার নিয়োগ দিলেও তিনি সেখানে যোগ না দিয়ে অন্যত্র সংযুক্তি নিয়ে চলে যান। ফলে দ্বীপের মানুষকে চিকিৎসার জন্য সাগর পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে যেতে হয়।

পরিবার কল্যাণকেন্দ্রে সহকারী সার্জন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ পাঁচটি পদ থাকলেও কোনো জনবল নেই। মাঝেমধ্যে পরিবার পরিকল্পনা বিভাগের তিনজন মাঠকর্মী এখানে সভা করলেও চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ।

প্রসূতিদের সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু

উড়িরচরে জরুরি চিকিৎসাসেবা না থাকায় অনেক প্রসূতি পথেই মৃত্যুবরণ করেন। সম্প্রতি এক শিক্ষিকা জানিয়েছেন, তাঁর এক ছাত্রীর মা রাতভর অপেক্ষার পর সকালে নৌপথে অন্যত্র নেওয়ার সময় মারা যান। এ ধরনের ঘটনা প্রায়শই ঘটে, কিন্তু সরকারি পরিসংখ্যানে জায়গা পায় না।

বিচ্ছিন্ন দ্বীপে স্বাস্থ্যসেবার অনিশ্চিত ভবিষ্যৎ

২০১৯ সালে উড়িরচরে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার যোগ দিলেও ২০২৩ সালের মার্চের পর তাঁকে আর সেখানে দেখা যায়নি। সন্দ্বীপ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সব পদ পূরণ করা গেলে স্বাস্থ্যসেবার সংকট অনেকটাই কাটিয়ে ওঠা যেত।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জানান, কর্মস্থল ছেড়ে অন্যত্র সংযুক্তি নেওয়া চিকিৎসকদের দ্রুত ফেরানোর আদেশ আসছে। তবে এখনো উড়িরচরের মানুষ চিকিৎসা পাওয়ার অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসন দ্বীপের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে।

One Reply to “দ্বীপের পরিবার কল্যাণকেন্দ্র রূপ নিয়েছে পুলিশ ফাঁড়িতে, চিকিৎসক নেই”

  1. এসব কি হচ্ছে। আমরা কেউ কখনো আশা করব না। দ্বীপের পরিবার কল্যাণের কেন্দ্র রূপে পুলিশ ফাঁড়িতে চিকিৎসক নেয়। আমাদের বেশি প্রয়োজন হচ্ছে চিকিৎসা। যদি আমরা চিকিৎসা না পাই তাহলে তোমার মরে যাব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।