বিশিষ্ট ব্যবসায়ী আবু রাইয়ান আশয়ারী এবি পার্টিতে যোগদান
বিশিষ্ট ব্যবসায়ী আবু রাইয়ান আশয়ারী আনুষ্ঠানিকভাবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-তে যোগ দিয়েছেন। বুধবার এক অনুষ্ঠানে তিনি দলে যোগ দেন, যা পরে এবি পার্টির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবু রাইয়ান আশয়ারী রাইয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি।
রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে আবু রাইয়ান আশয়ারী বলেন, “উত্তরবঙ্গে আমার বাবার রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ডে যাঁরা অনুপ্রাণিত ছিলেন, তারা এখনো তাঁর অভাব অনুভব করেন। যদিও আমি বাবার স্থান পূরণ করতে পারব না, তবে তাঁর মতোই জনগণের পাশে থাকার লক্ষ্যেই রাজনীতিতে যুক্ত হয়েছি।”
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) আবু রাইয়ান আশয়ারীকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এ বি এম খালিদ হাসান, জলবায়ু ও সমুদ্রসম্পদবিষয়ক সম্পাদক সারোয়ার আলম (সরওয়ার সাঈদ), মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির এবং সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু।
তুমি মনে হয় পার্টিতে আছি অনেক খুশি হয়েছে। আশা করি তাকে নতুন জায়গায় দেওয়া হবে এই পার্টিতে। বিশিষ্ট ব্যবসায় আবু রায়হান অংশগ্রহণ করেছে। আশা করি দেশের জন্য সবাই ভালো কিছু করবে।