‘পাঠান টু’ এর চিত্রনাট্য শাহরুখের মন জয় করেছে

টানা ফ্লপের পর শাহরুখ খানকে তার হারানো সাম্রাজ্য ‘পাঠান’ ফিরিয়ে দেয়। তারপর থেকেই শুরু হয় ‘পাঠান টু’ এর অপেক্ষা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির কাজ অনেকটাই এগিয়েছে এবং ইতোমধ্যে চিত্রনাট্য চূড়ান্ত করেছেন আদিত্য চোপড়া। এই চিত্রনাট্য দেখে শাহরুখ খান অনেক খুশি হয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে।

সূত্র অনুযায়ী, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে আদিত্য চোপড়া ‘পাঠান টু’ এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেন, যা শেষ হতে দেড় বছরেরও বেশি সময় লেগেছে।

চিত্রনাট্যকার আদিত্য প্রথম ছবিটিকেও ছাড়িয়ে যেতে চান, তাই সময় নিয়ে, বিভিন্ন দিক বিবেচনা করে তৈরি করেছেন এই চিত্রনাট্য। পুরো প্রক্রিয়ায় তিনি শাহরুখের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং এখন সেই চিত্রনাট্যই শাহরুখের মন জয় করেছে, যা তাকে উত্তেজিতও করেছে।

তবে, চিত্রনাট্য চূড়ান্ত হলেও এখনো ঠিক হয়নি ছবিটি কে পরিচালনা করবেন। ‘পাঠান’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, তবে তিনি বর্তমানে ‘কিং’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এপ্রিল মাসে শুরু হবে সেই ছবির শুটিং।

One Reply to “‘পাঠান টু’ এর চিত্রনাট্য শাহরুখের মন জয় করেছে”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।