নতুন দলের দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার, প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।
আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের বিষয়টি ঘোষণা করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জনগণকে ঐক্যবদ্ধ করতে সরাসরি মাঠে কাজ করতে চাই, তাই সরকার থেকে পদত্যাগ করছি।”
গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। উপদেষ্টা নাহিদ ইসলাম নিজেও একাধিকবার বলেছেন, পদত্যাগ করে তিনি নতুন দলে যোগ দেবেন। আজ তার পদত্যাগের মাধ্যমে সেই পথে এক ধাপ এগিয়ে গেল। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।