নরায়ণগঞ্জের ভুলতায় গতকাল রবিবার গভীর রাতে ডাকাতদের হামলায় কাওছার মাহমুদ (২২) নামে এক ছাত্র আহত হয়েছেন। তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাওছার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কাওছারের চোখে আঘাত লেগেছে।
ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন কাওছারের বরাত দিয়ে তার বন্ধু পারভেজ মিয়া আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, কাওছারের বড় ভাই দুবাই প্রবাসী এবং তার পরিবার নিয়ে নারায়ণগঞ্জের মদনপুরে বাস করেন। সম্প্রতি কাওছারের বড় ভাই দেশে এসেছেন এবং আজ সকালে দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। তাই গতকাল গভীর রাতে কাওছার তার বড় ভাইকে মদনপুরের বাসা থেকে প্রাইভেট কারে নিয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর জন্য রওনা দেন। রাত দুইটার পর তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ব্রিজ পার হলে রাস্তায় আড়াআড়ি করে রাখা একাধিক ট্রাক দেখতে পান, যার মধ্যে ৩০ জনের মতো দুর্বৃত্ত ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে ডাকাতি করছিল। দুর্বৃত্তরা কাওছারের প্রাইভেট কারটির কাঁচ ভেঙে ফেললে এবং রামদা দিয়ে কোপালে কাওছারের কপাল ও ডান চোখে আঘাত লাগে। এই সময় কাওছারের বড় ভাই সামান্য আহত হন।
পারভেজ মিয়া আরও জানান, ডাকাতেরা কাওছারের বড় ভাইয়ের জামাকাপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিমানের টিকিট, পাসপোর্টসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। অনেক গাড়ি আটকে ডাকাতির ঘটনা ঘটায় তারা। পরে কাওছারকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর চিকিৎসকরা তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করেন।
পারভেজ মিয়া বলেন, কাওছারের ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দু-তিন দিন পর বোঝা যাবে তার চোখটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।
আজ কাওছারের এক শিক্ষক মুমিত আল রশীদ কাওছার ও তার ভাইয়ের ডাকাতদের কবলে পড়ার ঘটনা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা পরে ভাইরাল হয়।
আজ বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, রূপগঞ্জ থানার ওসি তাকে জানিয়েছেন, ওই এলাকায় এমন কোনো ঘটনা ঘটার খবর তার কাছে আসেনি।

Amra cai dakateh bundho hok amdr SBR podokhap niya uchet
দেশের ডাকাতের উপদ্রব বেড়ে গেছে এইটা খুব তারাতারি এইটা আইনি ব্যবস্থা নেওয়া দরকার যেকোনো জায়গায় এখন কেউ নিরাপদ নই