“ময়মনসিংহে আজহারীর মাহফিলে মুঠোফোন হারানোর ঘটনায় থানায় ২০০টি জিডি”

ময়মনসিংহে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলের চলাকালে মুঠোফোন চুরি ও হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা। শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ২০০টি জিডি জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান প্রথম আলোকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় বিশাল ওয়াজ মাহফিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে মানুষের ভিড়ের কারণে কিছু মুঠোফোন চুরি বা হারানোর ঘটনা ঘটেছে। ৯টা পর্যন্ত ২০০টিরও বেশি সাধারণ ডায়েরি থানায় জমা পড়েছে। মুঠোফোন উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শহরের সার্কিট হাউস মাঠে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করে আল ইসলাম ট্রাস্ট নামক একটি সংগঠন। মাহফিলের প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান আজহারী, যিনি বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বক্তব্য রাখেন। এ আয়োজন সফল করতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দল, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সক্রিয় ছিল। বিশাল এ মাহফিলের জন্য দুই লাখ বর্গফুটের প্যান্ডেলসহ ১৬ একর জায়গাজুড়ে আয়োজন করা হয়। পাশাপাশি আশপাশের পার্ক, সড়ক ও মাঠগুলোতে মানুষ ভিড় জমান।

মাহফিলের জন্য বিভিন্ন জায়গায় ২২টি এলইডি পর্দা, তিনটি মেডিকেল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও শৌচাগার এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল। প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবকসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। পুলিশ জানায়, এসব উপযুক্ত ব্যবস্থার মধ্যেও চোরচক্র মুঠোফোন চুরি করেছে।

এসআই সাদ্দাম হোসেন জানান, মাহফিলে দূর-দূরান্ত থেকে আসা লোকজনের কারণে এবং কিছু তথ্য জোগাড় না করতে পারায় পরবর্তী সময়ে জিডির সংখ্যা আরও বাড়তে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।