বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ১২ ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার স্মরণসভায় জামায়াতে ইসলামী সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা নিয়ে দলটি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রিজভী জামায়াতের প্রতি উদারতা দেখানোর পর বিএনপি যে ‘মুনাফেকি’ পেয়েছে, এমন মন্তব্য করেছিলেন। এই বিষয়ে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গতকাল এক বিবৃতির মাধ্যমে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানান।
মতিউর রহমান আকন্দ বলেন, “রিজভী সাহেবের মন্তব্য ভিত্তিহীন, আপত্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতে ইসলামী এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”
রিজভী তার বক্তব্যে দাবি করেছিলেন, “বিএনপি জামায়াতকে সমর্থন দেয়নি, তবে বিএনপির উদারতার কারণে জামায়াত প্রথমবার রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু তারা সবসময় মুনাফেকি করেছে।”
এদিকে, জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, “রিজভী সাহেব যে উদ্দেশ্য নিয়ে এসব মন্তব্য করছেন তা আমাদের কাছে স্পষ্ট নয়। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দেশের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, কিন্তু তাঁর এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।” জামায়াত দাবি করেছে, “আমরা ইসলামী আদর্শে রাজনীতি করি এবং কখনোই মুনাফেকি করি না। জামায়াত দেশের মানুষের অধিকার, আইন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করে আসছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের যে ভূমিকা রয়েছে, তা দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য। তাই রিজভীর এমন মন্তব্যের পিছনে তার নিজের অসন্তোষের কারণ রয়েছে।” জামায়াত রিজভীকে বিভ্রান্তিকর এবং অপবাদমূলক রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানায়।
এই ঘটনা ঘটেছিল গত বুধবার সন্ধ্যায়, বাগমারা উপজেলার তাহেরপুরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায়।