চলতি বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক এবং স্পট ফিক্সিং নিয়ে চলা বিতর্কের ঝড় এখনো থামেনি। ১১তম আসরের শেষভাগে এসে এই বিতর্ক আসরের সম্মান ক্ষুণ্ন করেছে। বিশেষ করে দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংসের ফ্র্যাঞ্চাইজি মালিকরা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিয়ম করেছেন, যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতি দেখে বিসিবির ঘুম ভেঙেছে।
অন্যদিকে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ গঠনতন্ত্র সংশোধন নিয়ে জরুরি সভা ডাকেন এবং ক্লাবগুলোর দাবির পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্র সংশোধন কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিসিবির স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টনও অবশেষে করা হয়েছে।
তবে, সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বরং মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বিসিবির সিনিয়র পরিচালক মাহবুবুল আনাম, যিনি গ্রাউন্ডস ও হাইপারফরম্যান্স কমিটির চেয়ারম্যান। বিপিএল নিয়ে তিনি জানান, “আমরা সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য উদ্যোগ নিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে সব ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি সমাধান করা হবে। ক্রিকেটারদের প্রতি আমার বার্তা, তাদের পারিশ্রমিক নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা জানি, বিসিবি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
বিপিএল-এর ১১তম আসরের শেষ পর্যায়ে এসে বিসিবি কেন পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে মাহবুবুল আনাম স্বীকার করেন যে বিসিবি আরও আগে সচেতন হলে এমনটা হতো না। তিনি বলেন, “এটা ঠিক যে আসরটি প্রায় শেষের পথে, তবে এখন থেকে আমরা পরিবর্তন আনতে চাই। যদি আগে সচেতন হতো, তবে এমনটা হত না, এটা মেনে নিতে হচ্ছে। তবে এখন আমরা বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি আলোচনা করে ত্রুটিগুলো চিহ্নিত করেছি।”
এছাড়া, বিসিবির গঠনতন্ত্র কমিটির কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন মাহবুবুল আনাম। তিনি জানান, ক্লাবগুলোর দাবি অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন কমিটি পুনর্গঠন করা হবে, এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন কমিটি কার্যক্রম শুরু করবে।
ক্লাবের দাবি মেনে প্রথম বিভাগ ক্রিকেট লিগের বয়কট থেকে সরে আসার বিষয়ে আলোচনা করতে সিসিডিএম চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন।
আরও জানানো হয় যে, ২১শে আগস্ট বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন নিয়ে দাবি ছিল, যা অবশেষে পূর্ণ হয়েছে। মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইফতেখার রহমান মিঠুকে। ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টি কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে, এবং ক্রিকেট অপারেন্স ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নাজমুল আবেদিন ফাহিমকে মনোনীত করা হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ মার্কেটিং কমিটির দায়িত্ব নিজে রেখেছেন।
এছাড়া, মহিলা বিপিএল আয়োজন নিয়ে কোন তাড়াহুড়ো করা হবে না, এই বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মিঠু।