পদযাত্রা শেষে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আজ সোমবার সচিবালযর সামনে সড়ক অবরোধ করে তিন দফা দাবিতে আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিকেল ৪টায় তাঁরা পদযাত্রা শুরু করেন। এই পদযাত্রায় অসুস্থ অনশনকারী শিক্ষার্থীরা রিকশায় এবং অন্যরা হেঁটে অংশ নেন। বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁরা সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেন।

এর আগে আজ সকালে তিন দফা দাবিতে গণ-অনশন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কযম্পাসের মূল ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।

শিক্ষার্থীরা দাবি করেছেন, মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিটি ‘অস্পষ্ট’ হওয়ায় তা সংশোধন করতে হবে। তাঁরা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টার মধ্যে সচিবালয়ে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।

ম্যানেজমেন্ট স্টািজ বিভাগের অনশনরত শিক্ষার্থী মো. ফয়সাল মুরাদ জানান, চিঠি সংশোধন না হওয়ায় তাঁরা পদযাত্রা শুরু করেছেন এবং সচিবালয়ের ফুটপাতে তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীদের প্রধান তিন দফা দাবি হলো:

  1. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি দ্রুত স্বাক্ষর করতে হবে;
  2. পুরান ঢাকার বাণী ভবন এবং ড. হাবিবুর রহমান হলের স্টিল বেজড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে;
  3. আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

গতকাল থেকে শুরু হওয়া গণ-অনশনে প্রায় ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১০টার দিকে তাদের ্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সাতজন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।