সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় বিছনাকান্দি এলাকার মরকি টিলা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত দুই ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন। তাঁরা চাচা–ভাতিজা হিসেবে পরিচিত।
স্থানীয় ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে বিছনাকান্দি সীমান্তের মরকি টিলার ১২৬৪ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারত সীমান্তে প্রবেশ করেন। ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের সঙ্গে তাঁদের টাকাপয়সা নিয়ে বিরোধ শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে খাসিয়ারা গুলি ছোঁড়ে। গুলিতে দুই বাংলাদেশি আহত হন। পরে তাঁরা দ্রুত বাংলাদেশ সীমান্তে ফিরে আসেন।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক প্রথম আলোকে জানান, “স্থানীয় ও গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি যে, কয়েকজন বাংলাদেশি গতকাল বিকেলে বিছনাকান্দি সীমান্তে অবৈধভাবে প্রবেশ করে। সেখানে ভারতীয় খাসিয়াদের সঙ্গে তাদের টাকাপয়সা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর পর খাসিয়ারা গুলি ছোঁড়ে, যাতে দুজন বাংলাদেশি আহত হন। তাঁরা পরে বাংলাদেশ সীমান্তে ফিরে আসেন।”
নাজমুল হক আরও জানান, আহত দুই ব্যক্তির পায়ে ছররা গুলি লেগেছে। তাঁরা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং শঙ্কামুক্ত বলে জানা গেছে। বিজিবি আরও বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এই ঘটনার বিষয়ে।