যশোরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার খালু শহিদুল ইসলামের (৬০) দুই চোখ উপড়ে ফেলেছেন সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের বকচর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
ঘটনার পর পরই পুলিশের তিনটি টিম অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে এবং তিন ঘণ্টার মধ্যে রাত ১২টার দিকে শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, সাদ্দাম পেশায় ট্রাক চালক। তার দুই স্ত্রী। পারিবারিক অশান্তির কারণে দুই মাস আগে সাদ্দাম তার প্রথম স্ত্রীকে তালাক দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম পুলিশকে জানিয়েছেন, তার প্রথম স্ত্রী বৃহস্পতিবার তাকে স্বীকার করেন যে, শহিদুল ইসলামের সঙ্গে পরকীয়ার কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে। এই কথা শুনে ক্ষুব্ধ হয়ে সাদ্দাম শহিদুলের দুই চোখ উপড়ে ফেলেন।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা শহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।