শুক্রবার, যুক্তরাষ্ট্রে সাড়ে ৩ হাজার মসজিদে তারাবি নামাজ আদায়ের মাধ্যমে শনিবার থেকে রোজা শুরু হয়েছে। চাঁদ দেখার ভিত্তিতে সব মসজিদ একইসাথে পবিত্র রমজান মাসের এই কর্মসূচি শুরু করে। এর জন্য আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী কঠোর পদক্ষেপ সত্ত্বেও তারাবিতে উপস্থিতি আগের মতোই ছিল, মসজিদগুলোর নেতৃবৃন্দ এ সংবাদদাতাকে জানান। নেতারা আরও জানান, স্থানীয় প্রশাসন মসজিদের আশেপাশে নিরাপত্তা জোরদার করেছে এবং মুসলিম অধ্যুষিত এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করেছে। এছাড়া, কমিউনিটি পক্ষ থেকেও মুসল্লিদের নির্জন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। একাকী নির্জন পথ চলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছে।
কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সিটির দেড় শতাধিক মসজিদসহ সারা আমেরিকায় প্রায় ৩ হাজার মসজিদে রোজাদারদের জন্য ইফতার আয়োজন করা হয়েছে। কিছু মসজিদে সেহরির ব্যবস্থা থাকছে বিশেষ করে ব্যাচেলরদের জন্য। এর মাধ্যমে পবিত্র রমজানে মুসলিম কমিউনিটিতে এক অনন্য সম্প্রীতির নিদর্শন দৃশ্যমান হচ্ছে।
এদিকে, নিউইয়র্ক সিটির বাংলাদেশি ও পাকিস্তানি রেস্টুরেন্টগুলো ইতোমধ্যে বাহারি ইফতারি বক্স হ্রাসকৃত মূল্যে বিক্রির ঘোষণা দিয়েছে। যদিও, ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় ইফতারি আইটেমের দাম প্রায় ৪০% বেড়েছে। তবে, রোজাদারদের সামর্থ্য বিবেচনা করে গ্রোসারি ও রেস্টুরেন্টগুলো বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা করেছে বলে জানান ব্যবসায়ী নেতারা।
যুক্তরাষ্ট্রে সাড়ে ৩ হাজার মসজিদে তারাবি নামাজ আদায়ের মাধ্যমে শনিবার থেকে রোজা শুরু হয়েছে শুনে খুশি হলাম এবং রমজান মাসে আশেপাশের পরিস্থিতি নিরাপত্তা রাখার জন্য পুলিশের টাইল বৃদ্ধি করা হয়েছে। এবং কমিউনিটি পক্ষ থেকেও মুসল্লিদের নির্জন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। সকল প্রকার কাজ করার জন্য ধন্যবাদ।