রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলার একটি ক্যাফেতে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. শাহজাহান প্রথম আলোকে জানান, রাত ৮টা ২২ মিনিটের দিকে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় অবস্থিত “পেয়ালা” নামক ক্যাফেতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, ৮টা ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
পেয়ালা ক্যাফে কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে গতকাল শুক্রবার এবং আজ শনিবার ক্যাফে বন্ধ ছিল। বর্তমানে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ক্যাফেতে কিভাবে আগুন লাগছে তা কি জানাগেছে।
আশা করি সকল কিছু আবার আগের মত হবে
Dowa kore jate shoub kichu abr agar moto hoi jay
আশা করি সব আগের মতো ঠিক হয়ে যাক এবং দোয়াও করি
আশা করে সবাই সুস্থ আছে ঢাকা শহরে গলি বেশি থাকার কারনে ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে আসতে সময় লাগে এই টা পরিবর্তন করা উচিত
Agun niontron korte koto tuku shomoi legacha?
আশা করি সব আগের মতে ঠিক হয়ে যাক