ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী (অর্ণব) কে কেন্দ্রীয় সংসদ তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে গোলাম রাব্বানীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া, তাকে ছাত্রদলের সকল স্তরের নেতা-কর্মীদের সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখার নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
গত রোববার প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে জানা যায়, বটতলা এলাকার ফুচকা-চটপটির দোকানগুলিতে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী এক হাজার থেকে দেড় হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিলে ব্যবসায়ীদের কোনো সমস্যা ছাড়াই ব্যবসা চালিয়ে যাওয়ার আশ্বাসও দেওয়া হয়।
এ অভিযোগটি প্রকাশিত হওয়ার পর, কিছু ছাত্রদল নেতা সন্দেহভাজনদের ছবি দোকানদারদের কাছে দেখান। এর মধ্যে একজনকে শনাক্ত করা হয়, তিনি হলেন অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী। তিনি বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলে বাস করেন।
এরপর, গত রাতে কেন্দ্রীয় ছাত্রদল গোলাম রাব্বানীকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়।