নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধনের সনদ পেয়েছে। আজ সোমবার, দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ইসি দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
দলটির নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুলকপি’ সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নম্বর দেয়া হয়েছে ৫৪।
নিবন্ধন সনদ গ্রহণের পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ারুল ইসলাম বলেন, “ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার দিন থেকেই স্বাধীনতার চেতনা অনেকটা হারিয়ে গেছে। স্বাধীনতার ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা গত ৫৪ বছরে বাস্তবায়িত হয়নি। পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ জন্ম নিয়েছিল, সেই বৈষম্যের কারণেই ২০২৪ সালের জুলাইয়ে নতুন প্রজন্ম এবং দেশের জনগণকে আন্দোলন করতে হয়েছে, দেশকে নতুন করে স্বাধীন করতে হয়েছে।”
আনোয়ারুল ইসলাম আরও বলেন, “নতুন বাংলাদেশের চেতনা ধারণ করা আমাদের দলের মূল লক্ষ্য। ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণার আদর্শ এবং জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব।”