কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপে গতকাল রাতে আগুনে পুড়ে গেছে তিনটি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ। তবে এতে কোনো পর্যটক হতাহত হয়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে সেন্ট মার্টিনের গলাচিপা এলাকার বিচ ভ্যালি, কিংশুক এবং সাইরি ইকো রিসোর্টে আগুন লাগে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং রিসোর্টের মালিকদের বরাত দিয়ে জানা গেছে, সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনাকক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বিচ ভ্যালির ১৮টি কক্ষ এবং কিংশুক রিসোর্টের ৭টি কক্ষ পুড়ে যায়। স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাতভর চেষ্টা চালিয়ে বুধবার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয়রা, কোস্টগার্ড, নৌবাহিনী, ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন।
বিচ ভ্যালির রিসোর্টে ঢাকা থেকে বেড়াতে আসা এক দম্পতি জানান, আগুনের সময় অধিকাংশ পর্যটক রিসোর্টের বাইরে ছিলেন, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, পর্যটকদের বেশিরভাগ মালামাল পুড়ে গেছে এবং তারা সারা রাত নির্ঘুম কাটিয়েছেন।
কিংশুক ইকো রিসোর্টের মালিক সরওয়ার আলম বলেন, তার পরিবারসহ তিনি সেন্ট মার্টিনে আসেন। তবে অল্প সময়ের মধ্যে তার স্বপ্নের প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, যা তার জন্য এক কঠিন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে।