পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রেলপথের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্য ট্রেনে কাটা পড়ে রেলপে ফেলে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলওয়ে স্টেশনের কাছে মালিগাঁও রেলঘুমটি এলাকায় রেলপথের ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আটোয়ারী থানা-পুলিশকে খবর দেন। দুপুর পর্যন্ত দিনাজপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শরু করেছে, এবং সিআইডি ও পিবিআই সদস্যরা নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন।
পুলিশ জানায়, আজ ভোরে রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই নারী খণ্ডিত হয়েছেন। লাশের অবস্থান থেকে প্রায় ৩০ গজ দূরে একটি গাছের নিচে জমাট বাঁধা রক্ত পাওয়া গেছে, এবং সেখান থেকে একটি পায়জামা ও ছোট একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ জানান, স্থানীয়রা সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। ঘটনাস্থলে গিয়ে আটোয়ারী থানা-পুলিশ বিষয়টি রেলওয়ে পুলিশের দিনাজপুর থানাকে জানায়। তবে এখনও পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি এবং আশপাশের এলাকার কোনো নারী নিখোঁজ হওয়ার খবরও পাওয়া যায়নি।
রেলওয়ে দিনজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খণ্ডিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা জানান, লাশটি একাধিক টুকরা হয়ে গেছে, তাই সঠিকভাবে চেনা সম্ভব হচ্ছে না। তবে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা হিসেবে সাজানো হয়েছে লে তারা ধারণা করছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।