ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) পরিচালকের পদে কাশ প্যাটেলকে মনোনীত করেছেন। গতকাল শনিবার ট্রাম্প তাঁর নাম ঘোষণা করেন।
কাশ প্যাটেল ভারতীয় অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা ভারতীয় অভিবাসী। তিনি নির্বাচিত সরকারের বাইরে কেন্দ্রীয় কিছু সংস্থার কার্যক্রম, বিশেষ করে এফবিআই ও সিআইএ-র কাজকর্ম নিয়ে সমালোচনা করেছেন। এই সংস্থাগুলিকে ‘ডিপ স্টেট’ বলে উল্লেখ করে কাশ প্যাটেল তাঁদের কার্যক্রম নিয়ে একটি বই লিখেছেন এবং মার্কিন সরকারের নানা বিষয় নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। আইনবিদ হিসেবে প্যাটেল ট্রাম্পের প্রথম মেয়াদে উচ্চপর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন, যার মধ্যে জাতীয় গোয়েন্দা পরিচালক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সেপ্টেম্বর মাসে শন রায়ান শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাটেল বলেন, “এফবিআইর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকে। আমি এই বিষয়ে পরিবর্তন করতে চাই। আমি এফবিআইয়ের হুভার ভবনটি বন্ধ করে দেব এবং পরের দিন এটিকে জাদুঘর হিসেবে নতুন করে উদ্বোধন করব।” তিনি আরও বলেন, হুভার ভবনের ৭ হাজার কর্মীকে অন্যান্য জায়গায় পাঠিয়ে পুরো যুক্তরাষ্ট্রে মোতায়েন করা হবে, যেখানে তারা পুলিশ হিসেবে অপরাধীদের ধরতে কাজ করবেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম, ট্রুথ সোশ্যালে, ট্রাম্প প্যাটেলের নাম ঘোষণা করে বলেন, “কাশ একজন দক্ষ আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’ যোদ্ধা। তিনি দুর্নীতি উদ্ঘাটন, ন্যায়বিচার রক্ষা, এবং আমেরিকার জনগণকে সুরক্ষা দিতে কাজ করেছেন।”
এফবিআই-এর বর্তমান পরিচালক ক্রিস্টোফার রে ২০১৭ সালে দশ বছরের জন্য নিযুক্ত হন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করার পর ট্রাম্পের সমালোচনার মুখে পড়েন। এখন নতুন মনোনয়ন আসায় রেকে পদত্যাগ করতে হবে বা তাঁকে চাকরিচ্যুত করা হবে।
ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে কাশ প্যাটেলের ভূমিকার প্রশংসা করে বলেন, তিনি আমেরিকায় বাড়তে থাকা অপরাধ দমনে, অভিবাসী অপরাধী চক্র ভেঙে দিতে এবং সীমান্তের ওপারে মানব ও মাদক পাচার বন্ধ করতে কাজ করবেন।