‘আপনারা কি কোটার পুলিশ?’—কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের কাছে এই প্রশ্নের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন ফারজানা সিঁথি। আন্দোলনের সময়ে ‘অগ্নিকন্যা’, ‘কুইন’, ‘বাঘিনী’ ও ‘আয়রন লেডি’ নামে ভাইরাল হওয়া ফারজানা পরবর্তীতে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তবে তিনি পরে এক ভিডিও বার্তায় ওই সেনা কর্মকর্তার সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। এখন, সেই ভাইরাল ফারজানা সিঁথি আসিফ আকবরের নতুন গানের মডেল হতে যাচ্ছেন, এ খবর নিশ্চিত করেছেন আসিফ নিজেই।
গানের কথায় উঠে এসেছে প্রেম ও ভালোবাসার নানা অনুভূতি, যেমন—”ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা…” গানটি লিখেছেন বূদ্ধাদিত্য মুখার্জি ও শাদাব আখতার, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজীব ও মোনা। এই দ্বৈত কণ্ঠের গানে আসিফের সহশিল্পী ভারতের নিকিতা গান্ধী। গানটি আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ফারজানা সিঁথিকে গানের মডেল হিসেবে নির্বাচন করার বিষয়ে আসিফ বলেন, “কোটা আন্দোলনের সময় আমরা ফারজানাকে একভাবে দেখেছি—সে হইচই করেছিল, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিল। কিন্তু সিঁথির সঙ্গে মেশার পর বুঝতে পারলাম, তার চরিত্র পুরোপুরি ভিন্ন। যখন সিঁথিকে গানটির মডেল হওয়ার প্রস্তাব দেওয়া হলো, সে যে ভাবে সাড়া দিয়েছে, তা চমৎকার ছিল। আমার লক্ষ্য ছিল, আমাদের প্রাচীন বিপ্লবী আন্দোলনের ঐতিহ্য ও ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেরণা নিয়ে একটি আধুনিক এবং সমকালীন ভাবনা উপস্থাপন করা। সিঁথি, যিনি একদিকে শাড়ি পরেন, অন্যদিকে অত্যন্ত স্মার্ট, সৃজনশীল—এটাই আমি চেয়েছিলাম। আমার পরিচালক সৌমিত্র ঘোষ ইমনের সঙ্গে আলোচনা করে, আমরা ঠিক করলাম, যে ছেলেটি হবে আধুনিক, স্টাইলিশ, উরাধুরা—সে পছন্দ করবে পরিপূর্ণ বাঙালি, শাড়ি পরা এক মেয়েকে। সেই ক্ষেত্রে ফারজানা সিঁথিই ছিল আদর্শ নির্বাচন। তার মধ্যে যে স্মার্টনেস রয়েছে, সেটি আমাকে খুব টেনেছে।”
এভাবে, ফারজানা সিঁথির নতুন মডেল হিসেবে নির্বাচন আসিফ আকবরের গানকে এক ভিন্ন মাত্রায় পৌঁছে দেবে, যা সঙ্গীত প্রেমীদের কাছে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।