“শেয়ারবাজারে মূলধনি মুনাফার কর ১৫% এ নেমে এসেছে”


শেয়ারবাজারের মূলধনি মুনাফার ওপর করহার কমানোর ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আশা করা হচ্ছে, এই পদক্ষেপ পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে।

বর্তমানে ৫০ লাখ টাকার অধিক মূলধনি আয়ের ওপর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ ছিল, যা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এর পাশাপাশি, সম্পদশালী করদাতাদের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ সারচার্জের বিধান রয়েছে। ফলে শেয়ারবাজার থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর আয়কর ও সারচার্জ মিলিয়ে মোট ৪০.৫০ শতাংশ কর দিতে হতো। নতুন প্রজ্ঞাপনে, ৫০ লাখ টাকার বেশি মূলধনি মুনাফার ওপর মোট করহার ২০.২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।


নতুন নিয়ম অনুযায়ী, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার ক্রয়ের পাঁচ বছরের মধ্যে বা পরে বিক্রি করার সময় ১৫ শতাংশ কর দিতে হবে। এই নিয়ম ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।

করদাতার নিট সম্পদের পরিমাণ ৪ কোটি থেকে ৫০ কোটি টাকার মধ্যে হলে সারচার্জের হার যথাক্রমে ১০, ২০, ৩০ এবং ৩৫ শতাংশ। ৫০ কোটি টাকার বেশি সম্পদের ক্ষেত্রে, ১৫ শতাংশ করের সঙ্গে ৩৫ শতাংশ সারচার্জ যুক্ত হবে, কিন্তু ৫০ কোটি টাকার কম সম্পদের ক্ষেত্রে সারচার্জের হার কম হতে পারে।


২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকার পর্যন্ত মূলধনি মুনাফা করমুক্ত রাখা হয়েছে। উদাহরণস্বরূপ, সেকেন্ডারি বাজারে ৫৫ লাখ টাকার মুনাফা অর্জন করলে প্রথম ৫০ লাখ টাকার জন্য করমুক্ত সুবিধা থাকবে, এবং বাকি ৫ লাখ টাকার ওপর কর ধার্য হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ সম্প্রতি মূলধনি মুনাফার ওপর কর প্রত্যাহারের দাবি জানিয়েছিল এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে এক বৈঠকে। যদিও পুরোপুরি প্রত্যাহার হয়নি, তবে করহার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।