ইসরায়েলি হামলার প্রতিশোধের অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
গতকাল শনিবার আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরান ও তার মিত্রদের ওপর যে হামলা হয়েছে, তার জন্য তেহরান প্রতিশোধ নেবে।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।
গত ২৬ অক্টোবর, ইসরায়েল ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা চারজনের মৃত্যুর কারণ হয়। এর আগে, ১ অক্টোবর, ইরান ইসরায়েলের দিকে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারে। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল ২৬ অক্টোবর হামলা চালানোর ঘোষণা দেয়।
এই হামলার জবাব দিতে ইরানকে ইতোমধ্যেই সতর্ক করেছে ইসরায়েল।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরানের পক্ষ থেকে আসা এই হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে, যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে পাল্টাপাল্টি হামলা চলছে। এক মাসেরও বেশি সময় ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবাননে স্থল অভিযানও শুরু করেছে। গাজাভিত্তিক হামাস ও হিজবুল্লাহ উভয়ই ইরানের মিত্র।