হজের খরচে ছাড়, নতুন প্যাকেজ ঘোষণা


আগামী ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ: বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের সুযোগ

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবারের হজে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।


যে কোন ধরণের ওয়েবসাইট তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
৫০% পর্যন্ত ডিসকাউন্টে তৈরি করুন আপনার প্রতিষ্ঠানের জন্য
কর্পােরেট ওয়েবসাইট
ই-কমার্স ওয়েবসাইট অথবা নিউজপোর্টাল  ওয়েবসাইট।

হজ প্যাকেজের বিস্তারিত:

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রথম প্যাকেজে (মসজিদুল হারামের ৩ কিলোমিটারের মধ্যে আবাসন) খরচ হবে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। দ্বিতীয় প্যাকেজে (মসজিদুল হারামের দেড় কিলোমিটার দূরত্বে আবাসন) খরচ হবে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

বেসরকারিভাবে সাধারণ প্যাকেজের খরচ ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।


হজের খরচ কমানোর উদ্যোগ:

সচিবালয়ে বুধবার ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় আগামী বছরের হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। গত বছরের তুলনায় এবারের একটি প্যাকেজের খরচ ১ লাখ টাকা কমানো হয়েছে। ২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা, আর বিশেষ প্যাকেজের খরচ ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

ভিসা ও ফ্লাইটের সময়সীমা:

২০২৫ সালের ১৩ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি সম্পন্ন হবে। হজ ভিসা ১৯ ফেব্রুয়ারি ২০২৫ থেকে দেওয়া শুরু হবে এবং হজ ফ্লাইট ২৯ এপ্রিল থেকে শুরু হবে।

অর্থ পরিশোধের নির্দেশনা:

হজ প্যাকেজের পুরো অর্থ শুধুমাত্র সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে বা সরাসরি এজেন্সিতে জমা দিতে হবে। মধ্যস্বত্বভোগীদের সঙ্গে লেনদেন করা যাবে না। নারীরা এবং শিশুদের সঙ্গে মাহরামসহ অর্থ জমা দিতে হবে।


কোরবানি ও আবাসন:

কোরবানির জন্য প্রত্যেক হজযাত্রীকে আলাদা এক হাজার রিয়াল নিতে হবে। আবাসনের ব্যবস্থা হবে হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার ৩ ও ১.৫ কিলোমিটারের মধ্যে।

পাসপোর্টের মেয়াদ:

যারা হজে যেতে চান, তাদের পাসপোর্টের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।

প্রস্তুতির পরামর্শ:

প্যাকেজের সুবিধা-অসুবিধা ভালভাবে বুঝে নিতে হবে এবং পাসপোর্ট করতে না পারলে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

হজ যাত্রীদের জন্য টিপস:

১. খরচের সব দিক সম্পর্কে ধারণা রাখুন। ২. আবাসনের ধরণ ও অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। ৩. খাবারের ব্যবস্থা জানুন। ৪. কোরবানি সম্পর্কে আগে থেকে নিশ্চিত করুন। ৫. মানসিক ও শারীরিক সক্ষমতা বিবেচনা করুন।

4o mini

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।