জামালপুরের ইসলামপুর উপজেলায় স্ত্রী তিথী বেগমকে (২৩) হত্যার দায়ে আহসান হাবিব নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
script type=”text/javascript”>
atOptions = {
‘key’ : ‘0f93170b02f50d6f00f7cfc5d370157e’,
‘format’ : ‘iframe’,
‘height’ : 300,
‘width’ : 160,
‘params’ : {}
};
আহসান হাবিব (২৯) ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে আহসান ও তিথীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছরের মধ্যে আহসানের পরিবার তিথীর পরিবার থেকে এক লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। টাকা দিতে না পারায় তিথী নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতেন। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা হলেও নির্যাতন অব্যাহত ছিল। ২০২২ সালের ১২ এপ্রিল রাতে, মারধরের এক পর্যায়ে আহসান গলায় ওড়না পেঁচিয়ে তিথীকে শ্বাসরোধে হত্যা করে।
তিথীর মামা আব্বাস আলী পরদিন ইসলামপুর থানায় হত্যার অভিযোগে মামলা করেন। আজ বিচারক আহসানকে মৃত্যুদণ্ড দেন। জামালপুরের জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর সহকারী পাবলিক প্রসিকিউটর শাহ মো. এনায়েত হোসেন জানান, আসামি আদালতে স্ত্রীর হত্যার দায় স্বীকার করেছেন এবং মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।