জামালপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ডের দণ্ডনির্দেশ


জামালপুরের ইসলামপুর উপজেলায় স্ত্রী তিথী বেগমকে (২৩) হত্যার দায়ে আহসান হাবিব নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।


যে কোন ধরণের ওয়েবসাইট তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
৫০% পর্যন্ত ডিসকাউন্টে তৈরি করুন আপনার প্রতিষ্ঠানের জন্য
কর্পােরেট ওয়েবসাইট
ই-কমার্স ওয়েবসাইট অথবা নিউজপোর্টাল  ওয়েবসাইট।

script type=”text/javascript”>
atOptions = {
‘key’ : ‘0f93170b02f50d6f00f7cfc5d370157e’,
‘format’ : ‘iframe’,
‘height’ : 300,
‘width’ : 160,
‘params’ : {}
};

আহসান হাবিব (২৯) ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে আহসান ও তিথীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছরের মধ্যে আহসানের পরিবার তিথীর পরিবার থেকে এক লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। টাকা দিতে না পারায় তিথী নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতেন। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা হলেও নির্যাতন অব্যাহত ছিল। ২০২২ সালের ১২ এপ্রিল রাতে, মারধরের এক পর্যায়ে আহসান গলায় ওড়না পেঁচিয়ে তিথীকে শ্বাসরোধে হত্যা করে।


তিথীর মামা আব্বাস আলী পরদিন ইসলামপুর থানায় হত্যার অভিযোগে মামলা করেন। আজ বিচারক আহসানকে মৃত্যুদণ্ড দেন। জামালপুরের জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর সহকারী পাবলিক প্রসিকিউটর শাহ মো. এনায়েত হোসেন জানান, আসামি আদালতে স্ত্রীর হত্যার দায় স্বীকার করেছেন এবং মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।