“ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১১৩৯ ভর্তি”


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মোট ৯৪ জনের মৃত্যু হলো। সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৮০। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৭ জনের।


যে কোন ধরণের ওয়েবসাইট তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
৫০% পর্যন্ত ডিসকাউন্টে তৈরি করুন আপনার প্রতিষ্ঠানের জন্য
কর্পােরেট ওয়েবসাইট
ই-কমার্স ওয়েবসাইট অথবা নিউজপোর্টাল  ওয়েবসাইট।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিহত সাতজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন এবং খুলনা বিভাগের বাইরে দুজন রয়েছেন। বাকি তিনজন ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা ও বরিশাল বিভাগে মারা যান।


এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগের ২৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে। জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ছিল ২,৬৬৯, যা আগস্টে বেড়ে দাঁড়ায় ৬,৫২১। সেপ্টেম্বর মাসে তা প্রায় তিনগুণ বেড়ে ১৮,০৯৭ জনে পৌঁছায়। চলতি মাসে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ২১,১২২ জন।


মৃত্যুর সংখ্যাও বাড়ছে। জুলাইয়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়, আগস্টে ২৭ জন এবং সেপ্টেম্বরে ৮০ জনের মৃত্যু হয়। চলতি বছর পর্যন্ত মোট ৫২,০৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।