“মেসি রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ডে যোগ দিলেন”


ইউরোপীয় ফুটবল: মেসি-রোনালদো দ্বৈরথের নতুন অধ্যায়

মেসি ও রোনালদোর যুগান্তকারী ফুটবল দ্বৈরথ একসময় ইউরোপীয় মাঠে বেজেছে। বর্তমানে, মেসি খেলছেন যুক্তরাষ্ট্রে, আর রোনালদো স্থায়ীভাবে অবস্থান করছেন সৌদি আরবে। কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা এখনও অব্যাহত। বুধবার (১৬ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি।


এই হ্যাটট্রিকের মাধ্যমে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন এই মহাতারকা। এটি মেসির জাতীয় দলের হয়ে দশম হ্যাটট্রিক। এর আগে আন্তর্জাতিক ফুটবলে ১০ হ্যাটট্রিকের রেকর্ডটি ছিল শুধুমাত্র রোনালদোর।


২০২১ সালে লুক্সেমবার্গের বিরুদ্ধে পর্তুগালের ৫-০ গোলের জয়ী ম্যাচে রোনালদো দেশের জার্সিতে তার দশম হ্যাটট্রিক করেন। সেই দিন তিনি ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সুইডেনের সভেন রিডেলের (৯) সর্বাধিক হ্যাটট্রিকের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছান। এখন, তিন বছর পর, তাকে ছুঁয়ে ফেললেন মেসি।

রোনালদোর চেয়ে মেসি দেশের হয়ে ১০ হ্যাটট্রিকের মাইলফলক ছুঁতে দুই ম্যাচ কম খেলেছেন। রোনালদো ১৯১ ম্যাচে তার দশম হ্যাটট্রিক পেয়েছেন, আর মেসি ১৮৯ ম্যাচেই এই কৃতিত্ব অর্জন করলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।