‘বাংলাদেশ ক্রিকেটের মহান দূত’ তামিমকে মুশফিকদের অন্তর্দীপ্ত বিদায়ী বার্তা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, তিনি আর দেশের হয়ে ক্রিকেট খেলবেন না। ১৮ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পর তামিমের অবসর ঘোষণায় জাতী দলের সতীর্থরা তাঁকে বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তামিমের সঙ্গে ৯ বছর ধরে জাতীয় দলে খেলেছেন সৌম্য সরকার। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন সংস্করণে মোট ৮১ ইনিংসে ওপেন করেছিলেন তারা। সৌম্য তার ফেসবুক ভেরিফায়েড ফ্যান পেজে তামিমের অবসর নিয়ে লিখেছেন, ‘নতুন শুরুর জন্য শুভকামনা। অবসর মানে শেষ নয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু। ভবিষ্যতের অভিযাত্রা উপভোগ করুন। মাঠে আপনাকে মিস করব।’

মুশফিকুর রহিম, যিনি তামিমের সঙ্গে ৭২ ইনিংসে ব্যাট করেছেন, তার ফেসবুক পেজে লিখেছেন, ‘তামিম, তোমার অর্জন নিয়ে আমি অত্যন্ত গর্বিত। তুমি বাংলাদেশের ক্রিকেটের এক অসাধারণ দূত এবং বিশ্বমানের ব্যাটার। দুবাইয়ে তোমার সঙ্গে ব্যাটিং করার স্মৃতি সব সময় মনে রাখব, বিশেষ করে তুমি যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করছিলে। তোমার অবসর শুভ হক, দোস্ত। মাঠে তোমাকে মিস করব, তবে ক্রিকেটের মাধ্যমে অসাধারণ এক বন্ধু পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

মাহমুদউল্লাহ, যিনি তামিমের সঙ্গে ৩৮ ইনিংসে ব্যাট করেছেন, তার পেজে লেখা হয়েছে, ‘তামিম, দীর্ঘ এবং দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে তোমার অর্জন অনেক। বাংলাদেশ দলের হয়ে তোমার অবদান অসাধারণ। মনে হয়, এই ছবিটি আমাদের একসঙ্গে ব্যাট করার শেষ ছবি (পোস্টের ছবি)। তোমার ঙ্ে খেলা ছিল আনন্দের এবং মাঠে ও মাঠের বাইরে অনেক স্মৃতি রয়েছে। অবসর সুখের হোক, আর ভবিষ্যতের জন্য শুভকামনা।’

জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম তামিমের অবসর নিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে আপনি বাংলাদেশ ক্রিকেটে অমোচনীয় ছাপ রেখে গেলেন।’

তামিম, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮৭ ম্যাচে ১৫,১৯২ রান করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরে। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’ তামিম বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক, ২৪৩ ম্যাচে তিনি করেছেন ৮,৩৫৭ রান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।