জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ত্রুটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি সংশ্লিষ্ট ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ধরা পড়েছে। বহুনির্বাচনী প্রশ্নপত্রে (এমসিকিউ) মোট ৮০টি প্রশ্ন থাকার কথা থাকলেও ৭৮টি প্রশ্ন রাখা হয়েছে, আবার কিছু প্রশ্নে একই অপশন দুবার করে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই ত্রুটি খুবই সীমিত সংখ্যক প্রশ্নপত্রে ছিল এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রগুলো শনাক্ত করে তা দ্রুত সংশোধন করা হয়েছে।
আজ, বুধবার, ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা শেষে পরীক্ষার হল পরিদর্শক ও পরীক্ষার্থীরা প্রশ্নপত্রে ত্রুটির কথা জানান। তাদের মতে, তৃতীয় শিফটের পরীক্ষায় গ্রিন এবং ইয়েলো সেটের প্রশ্নে ত্রুটি ছিল। গ্রিন সেটে ৮০টি প্রশ্নের জায়গায় ৭৮টি প্রশ্ন ছিল, এবং দুটি প্রশ্নে চারটি অপশন থাকলেও কোনো প্রশ্ন ছিল না। একই শিফটের ইয়েলো সেটে একটি প্রশ্নে একই অপশন দুবার ছিল। তাছাড়া, চতুর্থ শিফটেও একটি প্রশ্নে একই অপশন দুবার ছিল।
বরিশাল থেকে আসা তৃতীয় শিফটের পরীক্ষার্থী মো. সিফাত প্রথম আলোকে বলেন, ‘তৃতীয় শিফটের প্রশ্নপত্রে ৮০টি প্রশ্নের বদলে ৭৮টি প্রশ্ন ছিল। দুটি প্রশ্নে চারটি অপশন ছিল, তবে কোনো প্রশ্ন ছিল না। পরবর্তীতে দায়িত্বশীল শিক্ষকরা সেটি হোয়াইট বোর্ডে লিখে দেন, তবে প্রশ্নপত্রে ত্রুটি থাকায় আমরা চিন্তায় পড়েছিলাম।’
কুষ্টিয়া জেলা থেকে আসা চতুর্থ শিফটের পরীক্ষার্থী সাগর বিশ্বাস জানান, ‘সিএসই ভবনে পরীক্ষা দিয়ে প্রশ্নপত্রে একটি প্রশ্নে একই অপশন দুবার দেওয়া হয়েছিল, তাই আমি সেটি এড়িয়ে গিয়েছিলাম।’
নাম প্রকাশ না করার শর্তে কলা ও মানবিকী অনুষদের এক শিক্ষক বলেন, ‘তৃতীয় শিফটের গ্রিন সেটের প্রশ্নপত্রে দুটি প্রশ্ন ছিল না, পরে পাশের রুম থেকে ওই প্রশ্নগুলো নিয়ে এসে শিক্ষকেরা তা বোর্ডে লিখে দেন। পরীক্ষার্থীরা এর ফলে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু এ বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি।’
এ বিষয়ে গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের ডিন মাহবুব কবির জানান, ‘তৃতীয় শিফটের গ্রিন কালার সেটে কিছু রুমে দুটি প্রশ্ন ছিল না, এটি একটি ছাপার সমস্যা ছিল। আমরা দ্রুত বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষকরা তা সমাধান করে দেন।’