“শহীদ মিনারে ৬ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান ধর্মঘট”

পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এই কর্মসূচিতে বিডিআর সদস্যদের পরিবারের সদস্য ও স্বজনরা অংশগ্রহণ করছেন। ‘বিডিআর কল্যাণ পরিষদ’ নামে একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

দুপুর ১২টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিল। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে জানিয়েছেন, বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন, তবে তারা সড়কে নেমে আসেননি।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছয়টি প্রধান দাবি রয়েছে। প্রথমত, শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল করে আটককৃত সদস্যদের মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ‘ব্যতীত’ শব্দ ও কার্যপরিধি ২-এর (ঙ) নম্বর ধারা বাতিল করতে হবে। তৃতীয়ত, ঘটনাস্থলে উপস্থিত এবং ষড়যন্ত্রের শিকার দেশপ্রেমিক বিডিআর সদস্যদের কমিশনে যুক্ত করতে হবে। চতুর্থত, পিলখানার ভেতরে ও বাইরে শহীদ হওয়া ৭৪ জনের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।

এছাড়াও আরও কিছু দাবি রয়েছে। যেমন, কারাগারে মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে হবে এবং অস্বাভাবিক মৃত্যু হলে দায়ীদের বিচার করা উচিত। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং তাদের জন্য ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। বিডিআর আইন ২০১০ বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহাল করতে হবে। এছাড়া বিজিবি আইন ২০১০ বাতিল করে বিডিআর নাম ফিরিয়ে আনা এবং পিলখানার শহীদদের স্মরণে জাতীয় দিবস চালু করার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।