বইমেলায় তৌহিদুল ইসলামের ‘বিয়ে বাড়িতে ইয়ে’

অমর একুশে বইমেলায় তরুণ সাংবাদিক এবং লেখক তৌহিদুল ইসলামের প্রথম রম্য রচনা ‘বিয়ে বাড়িতে ইয়ে’ প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন কুমার অপু বিশ্বাস, এবং এটি প্রকাশ করেছে স্বপ্ন’৭১ প্রকাশন।

এই বইটি দেশের বর্তমান পরিস্থিতি, সামাজিক এবং পারিবারিক নানা বিষয় নিয়ে রচিত রম্য রচনা। এতে রয়েছে কয়েকটি গল্প ও বিভিন্ন ধরনের লেখা।

লেখক তৌহিদুল ইসলাম বলেন, “পত্রিকায় রম্য রচনা লিখে পাঠকদের ভালো সাড়া পেয়ে আমি বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার প্রথম বই। সমাজের বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির ওপর ভিত্তি করেই রম্য রচনাগুলো লেখা হয়েছে। কিশোর থেকে শুরু করে সব বয়সী পাঠকই এই বইয়ের রম্য গল্প, প্রবন্ধ-নিবন্ধ ও অন্যান্য লেখাগুলো পড়ে আনন্দ পাবেন।”

বইটি এখন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে স্বপ্ন’৭১ প্রকাশন এর ৭৫৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।