চট্টগ্রামে আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন প্রাইমমুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে তারা বন্দরে কর্মবিরতি শুরু করেছেন। তাদের দাবি, শ্রমিকদের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে তারা কর্মবিরতি পালন করছেন। তবে পুলিশ বলছে, এই মামলাটি শ্রমিকদের পক্ষে দায়ের করা হয়েছে, তাদের বিরুদ্ধে নয়।
শ্রমিকদের দাবি, ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে, যার ফলে গাড়িচালক ও তাদের সহযোগীরা গ্রেপ্তারের আতঙ্কে রয়েছেন। এ অবস্থায় তারা গাড়ি চালাতে রাজি নন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাইমমুভার গাড়িগুলো সড়কের এক পাশে পার্ক করা রয়েছে, এবং কিছু চালক সল্টগোলা ক্রসিংয়ে চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে জড়ো হয়েছেন।
এদিকে সীতাকুণ্ডের ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানিয়েছেন, গতকাল রাতে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে এবং আবুল খায়ের অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এটি দায়ের করেছেন।
তবে কর্মবিরতির কারণ সম্পর্কে বিস্তারিত জানতে আবুল খায়েরের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি, এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস চৌধুরীও কল রিসিভ করেননি।
আগের দিন, বুধবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তারা সাড়ে ১০ ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন।