”এসএ পোর্টের সঙ্গে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান”

বাংলাদেশে ফ্রেইট ফরোয়ার্ডিং ও শিপিং এজেন্সির ব্যবসায় যুক্ত হতে যাচ্ছে জার্মানভিত্তিক বহুজাতিক ট্রান্সপোর্ট ও লজিস্টিক কোম্পানি, হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকস। এ লক্ষ্যে, কোম্পানিটি দেশের প্রতিষ্ঠান কনটোর ট্রান্সপোর্টেশন সার্ভিসেসের সঙ্গে মালিকানার অংশীদারি চুক্তি করতে যাচ্ছে।

কনটেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস (সিটিএসএল) এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিটিএসএল, যা শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্টের (এসএ পোর্ট) সহযোগী প্রতিষ্ঠান, সে কারণে এসএ পোর্ট আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই চুক্তির তথ্য প্রকাশ করেছে।

এসএ পোর্ট জানায়, গত বছরের জুলাই থেকে কনটেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস ফ্রেইট ফরোয়ার্ডিং ও শিপিং এজেন্সির ব্যবসা শুরু করেছে। প্রথমদিকে, হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকসের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছিল সিটিএসএল। ব্যবসার এই নতুন দিগন্তে সিটিএসএল ভালো পারফর্ম করায়, হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইড কোম্পানিটি সিটিএসএলের সঙ্গে সরাসরি ব্যবসায় যুক্ত হওয়ার আগ্র পরকাশ করে। এর ফলস্বরূপ, গত রোববার সিটিএসএলের সঙ্গে শেয়ার ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইড। চুক্তির আওতায়, সিটিএসএল ৩ লাখ ৩৩ হাজার ৩৩টি নতুন শেয়ার ইস্যু করবে। প্রতি শেয়ারে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫৬ টাকা ৫০ পয়সা প্রিমিয়াম যুক্ত করে শেয়ারগুলি বিক্রি করা হবে।

এছাড়া, কোম্পানিটি আরও জানায়, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারধারীদের অনুমোদন পেলে, সিটিএসএল-এর ৪০ শতাংশ মালিকানা হ্যালমেন ওয়ার্ল্ডওয়াইডের হাতে চলে যাবে, এবং বাকি ৬০ শতাংশ মালিকানা থাকবে এসএ পোর্টের হাতে।

এই খবরের পর, আজ ডিএসইতে এসএ পোর্টের শেয়ারের দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ টাকা ২০ পয়সায় পৌঁছেছে। সর্বশেষ, ২০২৪ সালের জুনে সমাপ্ত অর্থবছরে এসএ পোর্ট তাদের শেয়ারধারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।