ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সম্প্রতি বিয়ে নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার মনে হয়, আমি এখন আমার কাজের প্রেমে আছি। আমি কাজে এতটা ডুবে আছি যে, বিয়ের ব্যাপারে এখন ভাবার সময় পাই না। এ ধরনের কথা শুনতে হয়তো অনেকের কাছে ক্লিশে মনে হতে পারে, কিন্তু আমি সত্যিই বলছি, আমি আমার পেশাকে অনেক ভালোবাসি। এই পেশার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর যে, কাজের বাইরে অন্য কিছু ভাবতে সময় পাই না। তবে, জীবনসঙ্গী থাকা মানুষের জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ। আমিও একদিন বিয়ে করতে চাই।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির জানান, তিনি বর্তমানে প্রেমে আছেন, তবে সেটা তার কাজের প্রতি। কাজ নিয়েই তিনি সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে পছন্দ করেন।
অভিনেত্রী আরও বলেন, “পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছি। দিনগুলো ভালোই চলছে। ভালোবাসা বিভিন্নভাবে আসে। কখনো তা বন্ধু বা পরিবারের মাধ্যমে আসে। তবে, সাধারণত ভালোবাসার কথা বললে, জীবনসঙ্গীর কথা সামনে আসে। কিন্তু, এখনও এমন কাউকে পাইনি যিনি আমার পার্টনার হতে পারেন। যখন সেই সময় আসবে, সবাই জানতে পারবেন।”
বিয়ে নিয়ে সাফা কবির বলেন, “এখনই বিয়ের ব্যাপারে কোনো চিন্তা নেই। আমি এখন বিয়েতে ফোকাসড নই। সত্যি বলতে, আমার পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো চাপ নেই। আমি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলি, তখন মনে হয়, হয়তো বিয়ে করা উচিত, কারণ বিয়ের প্রশ্ন তো প্রায়ই আসে। কিন্তু তাছাড়া, আমার বিয়ের ব্যাপারে এখন কিছু ভাবি না।”